করোনা ভাইরাস মহামারিতে অসহায় হয়ে পড়েছে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। একদিকে ক্ষুদার কষ্ট, অন্য দিকে করোনা সংক্রমনের ভয়। লক ডাউনের কারনে দিনে এনে দিনে খাওয়া মানুষের দুর্দশা যে কোন বিভেকবান মানুষকে নাড়িয়ে তুলেছিল। করোনায় ক্ষতিগ্রস্থ এসকল পরিবারের পাশে দাড়িয়েছি। এ পর্যন্ত ১০০০০ পরিবারকে খাদ্য সহয়তা পৌছে দেই আমরা। সারাদেশে আমাদের খাদ্য বিতরন কর্মসূচি চলে। এখনো আমাদের খাদ্য বিতরন কর্মসূচী অভ্যাহত রয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম যমুনার চরে খাদ্য সহয়তা
আগারগাঁও বস্তি
প্রস্তুতি