Month: September 2021

ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরায় ওয়াটার ডিস্যালাইন্যাশন প্ল্যান্ট স্থাপন

চার পাশ পানিতে থৈ থৈ, অথচ খাবার উপযোগী পানি নেই। ব্যাপারটা অদ্ভুত না ?
হ্যা! এটাই উপকূল অঞ্চলের নিত্য চিত্র । ১০০০-১২০০ ফুট গভীরে টিউবওয়েল স্থাপন করলেও পান যোগ্য পানি পাওয়া যায় না। চারদিকে লবনাক্ত পানি। দিন দিন পানির লবনাক্ততা বেড়েই চলছে। অন্যান্য বছরের চেয়ে এইবার সুপেয় পানির হাহাকার আরও বেশি হয়েছে । প্রচন্ড তাপদাহ, অনাবৃষ্টি, পুকুর, ডোবা সব শুকিয়ে যাওয়া, পানির স্তর নিচে নেমে যাওয়া ইত্যাদি কারণে পানির সমস্যা এখন প্রকট ।
পান যোগ্য পানি আনতে মানুষকে মাইলের পর মাইল পায়ে হেঁটে কিংবা নৌকায় করে যেতে হয় । এই দৃশ্য আমাদের নজরে আসার পর আমরা ওয়াটার ডিস্যালাইনেশন প্ল্যান্ট করার উদ্যোগ নেয় । যে প্ল্যান্টের মাধ্যমে ঘন্টায় ৫০০ লিটার লবন মুক্ত পানি পাওয়া যাবে। বেছে নেয়া হয় সাতক্ষীরা জেলার দুর্গম গাবুরা দ্বীপকে ।
এলাকাটি খুবই দুর্গম হওয়ায় কাজটি করা বেশ কষ্টসাধ্য ছিল । একটু বৃষ্টি হলেই কাজ করা অসম্ভব হয়ে পড়ত । সকল প্রতিকূলতা মোকাবেলা করে অবশেষে জনসাধারণের জন্য উম্মুক্ত হল প্ল্যান্টটি। ১৫০০০ মানুষ খাবার পানি পাবে প্লান্টটি থেকে ।